ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফি-তামিমরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফি-তামিমরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: নতুন সূচি অনুযায়ী ০৮ নভেম্বর মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। পূর্বের সূচিতে রাতে ছিল ম্যাচটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের চ্যাম্পিয়ন দল হওয়ায় তাদের ম্যাচ দিয়েই বিপিএল শুরু হবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

নতুন করে বিপিএল শুরুর রাতের ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।  

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘আজ ও আগামীকালের ম্যাচগুলো আগের সূচিতে যে ফাঁকা দিনগুলো ছিল, সে দিনগুলোতে অনুষ্ঠিত হবে। গতকালের পরিত্যক্ত দুটি ম্যাচের সিদ্ধান্ত আজকের মধ্যেই জানাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদি তারা রাজী থাকে তাহলে প্রথম দিনের ম্যাচও নতুন করে অনুষ্ঠিত হবে। ’

ইসমাইল হায়দার মল্লিক আরও জানান, ‘উইকেটের বিশ্রামের কথা চিন্তা করে আমরা বিপিএলে মোট ১১ দিন ফাঁকা রেখেছি। প্রথম পর্বে রেখেছি ৩ দিন। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য বিরতির ফাঁকে আমরা ম্যাচগুলো করে ফেলবো। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য লোকমান হোসেন ভূঁইয়া।

নতুন করে নির্ধারিত হওয়া পূর্ণাঙ্গ সূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।