ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদি নন, সৌম্যদের অধিনায়ক নাঈম ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
আফ্রিদি নন, সৌম্যদের অধিনায়ক নাঈম ইসলাম

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটের দিন থেকেই শোনা যাচ্ছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার বুমবুম আফ্রিদি। কিন্তু না, আফ্রিদি নন।

রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার নাঈম ইসলাম।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এমএ বাকী। ‘দেশের প্লেয়ারদের উৎসাহিত করার লক্ষ্যেই রংপুর রাইডার্সের চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন। ’ জানান বাকী।

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই খুলনা টাইটানসের মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। কিন্তু বৃষ্টি বাগড়ায় ম্যাচটি পণ্ড হয়।

রংপুর রাইডার্সের দেশি খেলোয়াড়দের তালিকায় আছেন: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি ও শাহবাজ চৌহান।

আর বিদেশিদের তালিকায় আছেন শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে ও জিহান রুপাসিংহে।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।