ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রি-দেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ত্রি-দেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক থারাঙ্গা উপুল থারাঙ্গা-ছবি:সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। যেখানে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল ইনজুরিতে ভুগছেন।

এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশাল পেরেরা। তবে ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকেরা। আগামী ১৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে লঙ্কানরা।

থারাঙ্গা জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পান। যেখানে স্বাগতিকদের শেষ সেশনে হারায় দলটি। সাদা পোশাকে অবশ্য দলনেতার ভূমিকা পালন করছেন স্পিনার রঙ্গনা হেরাথ।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা, নিরোশান দিকওয়ালা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, সেহান জয়সুরিয়া, আসেলা গুনারত্ন, সাচিথ প্যাথরিয়ানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, লাকসান সানদাকান,  জেফরি ভ্যান্ডারসি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।