ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন করে খেলতে রাজী সব ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নতুন করে খেলতে রাজী সব ফ্র্যাঞ্চাইজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে বিপিএলের চতুর্থ আসরের খেলা ০৮ নভেম্বর থেকে নতুন করে শুরুর সিদ্ধান্তে রাজী ছিলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। কেননা, গত ০৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছিল দল দুটি।

শেষ পর্যন্ত এ দুটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে খেলতে রাজী হওয়ায় আগামী ০৮ নভেম্বর বিপিএল নতুন করে শুরু করতে কোনো জটিলতা থাকলো না।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী রোববার (০৬ নভেম্বর) বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘সবগুলো ফ্র্যাঞ্চাইজি সমঝোতায় এসেছে। ০৮ তারিখ থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো আবার চালু হবে। যে ম্যাচগুলো হয়নি বা বাতিল হয়েছে এ ব্যাপারে সমঝোতায় এসেছে তারা। ’  
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় ০৫ ও ০৬ তারিখের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। ০৮ নভেম্বর থেকে নতুন করে এই আসর শুরু করার সিদ্ধান্তের কথা জানানো হয়।  

শুক্রবার (০৪ নভেম্বর) থেকে শুরু হয় বিপিএলের চতুর্থ আসরটি। তবে, উদ্বোধনী দিনেও দুটি ম্যাচই পণ্ড হয় বৃষ্টির কারণে। গতকালের ম্যাচ দুটির ভাগ্যেও লেখা হয় একই ফল। এখনও কোনো ম্যাচ মাঠে গড়ায়নি বলেই ০৮ নভেম্বর থেকে নতুন করে বিপিএল শুরুর সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।