ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
‘হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিলেট সুপার স্টারসের হয়ে খেলা রবি বোপারা বিপিএলের এবারের আসরে খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। বাংলাদেশে এসেছেন তিন দিন হলো।

এরই মধ্যে দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তুলেছেন। দলের কোচ খালেদ মাহমুদ সুজনকে ডাকেন ‘চাচা’ বলে।

ঢাকা ডায়নামাইটসে খেলতে পেরে দারুণ খুশি এ ইংলিশ অলরাউন্ডার। মাঠে নামার অপেক্ষায় দিন গুনছেন। আগামী মঙ্গলবার (০৮ নভেম্বর) নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিন রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল বুলস।

রোববার (০৬ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বোপারা। এ অলরাউন্ডার বলেন, ‘লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। দলটা বেশ ভালো। খুব ভালো কাটছে। তাছাড়া বাংলাদেশে খেলতে বরাবরই খুব পছন্দ করি। ’ 

দল নিয়ে কথা বলার ফাঁকে উঠে এলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। টেস্টে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারকে কিভাবে নিয়েছে দেশটির মানুষ-এ প্রশ্নের জবাবে বোপারা বলেন, ‘আমি তখন ইংল্যান্ডে। টিভিতেই খেলাটা দেখেছি। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের জনগনের প্রতিক্রিয়া ভালো ছিল না। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল।  দলে সঠিক বোলার পেয়ে গেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার, অফস্পিনারে বোলিং আক্রমণ শক্তিশালী হয়ে উঠেছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।