ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলভার সেঞ্চুরিতে লঙ্কানদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সিলভার সেঞ্চুরিতে লঙ্কানদের দিন ছবি:সংগৃহীত

ঢাকা: ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। হারারেতে প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে দলটি।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলে দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশাল সিলভা। তবে এই দুই ওপেনার ২৬ ও ৩৭ রানে আউট হলে খুব দ্রুত ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। দলীয় ১১২ রানের মধ্যে তুলে নেয় আরও দুটি উইকেট।

কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ধনাঞ্জয়া সিলভার সঙ্গে ১৪৩ রানে জুটি গড়ে বিপদ সামাল দেন উপুল থারাঙ্গা। তবে ব্যক্তিগত ৭৯ রানে গ্রায়েম ক্রেমারের শিকার হন থারাঙ্গা। তিনি আউট হলেও ১৯৭ বলে ১১ চারে ১০০ রানে অপরাজিত থাকেন সিলভা। আসেলা গুনারত্নে ১৩ রানে মাঠ ছেড়েছেন।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান হ্যামিল্টন মাসাকাদজা। আর একটি করে উইকেট লাভ করেন ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু ও ক্রেমার।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।