ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন শন মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন শন মার্শ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দল অপরিবর্তিত রেখেছিল অস্ট্রেলিয়া। তবে, দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অজি ওপেনার শন মার্শ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি হোবার্টে অনুষ্ঠিত হবে।

সদ্যই শেষ হওয়া পার্থ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া মার্শের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে। হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় আঙ্গুল ভেঙে যায় মার্শের। লঙ্কানদের বিপক্ষে টেস্টে ১৩০ ও ২৩ রানের ইনিংস খেলেছিলেন অজি এই টপঅর্ডার। কোনো অস্ত্রপচার ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর দক্ষিণ আফ্রিকার বিপেক্ষ ওয়ানডে সিরিজে খেলেননি তিনি।

আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠায় প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামেন মার্শ। প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে মার্শের স্থলাভিষিক্ত হচ্ছেন কুইন্সল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো বার্নস। তবে, সুযোগ থাকছে সাউথ অস্ট্রেলিয়ার নতুন ব্যাটসম্যান ক্যালাম ফার্গুসনের। ২০১১ সালের পর থেকে অজিদের জার্সি গায়ে কোনো ফরমেটেই খেলেননি ফার্গুসন। আর সাদা পোশাকে সুযোগ হলে সেটি হবে তার অভিষেক টেস্ট।

এদিকে প্রথম টেস্টে এমন দুর্দাশার পরও দল অপরিবর্তিত রাখায় অজি নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। কোচ ড্যারেন লেহম্যানেরও সমালোচনা করেছেন শেন ওয়ার্ন, মাইকেল ক্লার্ক ও মিচেল জনসনের মতো কিংবদন্তিরা।

আগামী ১২ নভেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস/ক্যালাম ফার্গুসন, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জো মেনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।