ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াকা দুঃস্মৃতির পুনরাবৃত্তিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ওয়াকা দুঃস্মৃতির পুনরাবৃত্তিতে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: চার বছর পর ঘরের মাঠে টেস্ট হারের হতাশায় ডুবলো অস্ট্রেলিয়া। কাকতালীয়ভাবে একই প্রতিপক্ষের বিপক্ষে একই গ্রাউন্ডে।

সোমবার (৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কাছে ১৭৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে অজিরা।

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে (ওয়াকা) ৫৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬১ রানে অলআউট হয় স্বাগতিকরা। দু’দলের প্রথম ইনিংসটি ছিল লো-স্কোরিং। সফরকারীদের ২৪২ রানের জবাবে ২৪৪-এ থামেন স্টিভেন স্মিথরা। কিন্তু দ্বিতীয় ইনিংসেই (৫৪০/৮ ডিক্লে.) রানের পাহাড় গড়ে অজিদের হাসি কেড়ে নেয় প্রোটিয়ারা।

২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে হোম টেস্ট হারের লজ্জায় পড়েছিল অজিরা। পার্থে অনুষ্ঠিত ম্যাচটিতে দ. আফ্রিকার কাছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে ধরাশায়ী হয় তারা। ওই ম্যাচটির প্রথম ইনিংসেও দু’দলের লো-স্কোরিং সংগ্রহের (২২৫ ও ১৬৩) সাক্ষী হয় দর্শকরা। দ্বিতীয় ইনিংসও ছিল সদ্য শেষ হওয়া টেস্টের অনুরূপ। অলআউট হওয়ার আগে ৫৬৯ রান করেছিল প্রোটিয়ারা। ৬২২ রানের টার্গেটেই চাপা পড়েন রিকি পন্টিংরা। তাদের ইনিংস থামে ৩২২ রানে।

এরপর এই গ্রাউন্ডে আরো তিনটি ম্যাচ (আজকেরটি সহ) গড়ায়। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর (২০১৩) নিউজিল্যান্ড ম্যাচটি (২০১৫) ড্র হয়। আর ঘরের মাঠে সব মিলিয়ে ১৮টি টেস্ট খেলে অজিরা। যার মধ্যে ১৪টিতে তারা জয় নিয়ে মাঠ ছাড়ে। বাকি চার ম্যাচ ড্রয়ের মুখ দেখে।

প্রসঙ্গত, ওয়াকায় এখন পর্যন্ত ৪৩টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ২৪টি জয়ের বিপরীতে হার ১১ ম্যাচে। বাকি আট ম্যাচ নিষ্পতি হয় ড্রয়ের ফলাফলে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।