ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন বছরের সাফল্য তুলে ধরলেন পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
তিন বছরের সাফল্য তুলে ধরলেন পাপন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪ সালের ১০ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। বিসিবি পরিচালনায় এ কমিটি পার করেছে তিন বছর।

এ সময়ে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল পেয়েছে অবিস্মরণীয় সাফল্য।  

২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারানোর মধ্য দিয়ে যাত্রা শুরু। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানসহ টানা ৬টি ওয়ানডে সিরিজ জয়। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়।  

গত তিন বছরের সাফল্যের উদযাপন উপলক্ষে আয়োজিত মেজবানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের অবদানের পাশাপাশি তার বোর্ডের কৃতিত্ব তুলে ধরলেন প্রায় তিন হাজার আমন্ত্রিত অতিথির সামনে। বর্তমান বোর্ড ক্রিকেট উন্নয়নে কিভাবে কাজ করেছে ভিডিও ফুটেজের মাধ্যমে তার প্রেজেন্টেশন করেন নাজমুল হাসান।

গেম ডেভেলপমেন্ট, গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিজ, ক্রিকেট ডিপ্লোমেসি, ক্রিকেট পরিচালনা, বিদেশি কোচিং স্টাফ নিয়োগ, নারী ক্রিকেট দল, অ্যান্টি করাপশন ইউনিট, বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ও আইসিসি-এসিসির ইভেন্ট আয়োজনে বোর্ডের সাফল্য তুলে ধরেন নাজমুল হাসান।

বিসিবি সভাপতি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আমরা লংগার ভার্সন টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। যার ফল দেখুন, মেহেদি হাসান মিরাজ। এখন আমাদের পাইপলাইনে অনেক ক্রিকেটার। ৮ বছর পর জাতীয় দলে কারা খেলবে তারও পরিকল্পনা আমরা এখন নিতে পারি। ক্রিকেটে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ’ 

মেজবানে মাশরাফি-সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-ইমরুল-তাসকিনসহ জাতীয় দলের প্রায় সকল ক্রিকেটারই উপস্থিত ছিলেন। এসেছিলেন মোহাম্মদ আশরাফুলও।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।