ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পর থেকে ব্যস্ততা নেই ভারতের সীমিত ওভারের দলপতি মহেন্দ্র সিং ধোনি। দেশের মাটিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে যখন বিরাট কোহলির টেস্ট দল প্রস্তুতিতে ব্যস্ত তখন ধোনি ফুটবল পাগলদের দেশ স্পেনে ছুটি কাটাতে ব্যস্ত।
আর এই ব্যস্ততার মাঝেও সময় বের করে নিয়ে ধোনি খেলেছেন স্পেনের রাজধানী মাদ্রিদে। যে দেশে রয়েছে দুই বিশ্বসেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা।
মাদ্রিদ ক্রিকেট ক্লাবের মাঠে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মাঠে নামেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্রিকেট ক্লাবটি এক বিবৃতিতে ধোনিকে ধন্যবাদ জানিয়ে টুইট করে। তারা লিখেছে, ‘ক্রিকেটের মহাতারকা আমাদের মাদ্রিদে খেলতে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। ’
মাদ্রিদের ক্রিকেট ক্লাবটি মূলত ইংলিশ-ভারতীয় একটি গ্রুপ পরিচালনা করে। ১৯৭৫ সালে এই ক্লাবের পথচলা শুরু হয়। বর্তমানে ইংল্যান্ড-ভারতের বাইরের ক্রিকেটারদেরও ক্লাবে অংশ নেওয়ার আহবান জানানো হচ্ছে।
ক্লাবের ওয়েবসাইটে দেখা যায়, ১৯৮২ সালে বার্সেলোনা ক্রিকেট ক্লাব তৈরির আগে মাদ্রিদ ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার বছরে কাতালান ক্লাবটি মাদ্রিদ ক্রিকেট ক্লাবের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছিল। ১৯৯০ সালে মাদ্রিদ ক্রিকেট ক্লাবটি অভ্যন্তরীন কিছু ইস্যুতে বন্ধ হয়ে যায়। সদস্যরা ক্লাবটি থেকে বের হয়ে গেলেও পরে তা নতুন করে চালু করা হয়।
মাদ্রিদ ক্রিকেট ক্লাবের মাঠে ধোনির ব্যাটিং দেখার জন্য ভীড় জমান স্থানীয়রা। সেখানে বেশ কিছু সময় ব্যাট করেন ভারতীয় দলপতি। এরপর আগত দর্শকদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এমআরপি