ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী দলের নতুন অধিনায়ক রুমানা আহমেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নারী দলের নতুন অধিনায়ক রুমানা আহমেদ ছবি: সংগৃহীত

ঢাকা: অলরাউন্ডার রুমানা আহমেদকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৭ নভেম্বর) বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

এর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন পেসার জাহানারা আলম। আর ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক ছিলেন সালমা খাতুন। এ দু’জনকে সরিয়ে রুমানাকে দুই ফরম্যাটেই অধিনায়ক নির্বাচিত করলো বিসিবি।
 
চলতি মাসের শেষ সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ও ২০১৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন রুমানা।

রুমানার হাত ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট পড়েছে গৌরবের এক মনিহার। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক উপহার দিয়েছেন এ লেগস্পিনার। হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে ম্যাচ জেতান খুলনার এই মেয়ে। ২০১১ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়টিও আসে রুমানার হাত ধরে। ওই ম্যাচে ম্যাচ সেরার মুকুট পড়েন এ লেগস্পিনার কাম ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।