মিরপুর থেকে: আসছে ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা বা এজিএম। সোমবার (৭ নভেম্বর) বিসিবি’র ১৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
আসন্ন বার্ষিক সাধারণ সভা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে গিয়ে পাপন বলেন, ‘আমরা আগামী ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবো বলে বোর্ড থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ’
এদিন বোর্ড সভায় গৃহীত হয়েছে বিপিএল সম্প্রচার নীতিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন বছরের জন্য বিপিএল মিডিয়ার স্বত্ত্ব পেতে যাচ্ছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম, বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বিপিএল মিডিয়া স্বত্ত্ব নিয়ে আমরা টেন্ডার করেছিলাম। ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামকে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব দেয়া হচ্ছে, যার শুরুটা হচ্ছে ২০১৮ সাল থেকে। ’
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজস্ব ও খরচের বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও সভায় গৃহীত হয়েছে বলে জানান পাপন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি