ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিবর্তন আসছে টাইগারদের বিজ্ঞাপন নীতিমালায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
পরিবর্তন আসছে টাইগারদের বিজ্ঞাপন নীতিমালায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: বাংলাদেশের ক্রিকেটারদের বিজ্ঞাপন নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, বিসিবি। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৫তম সভা শেষে গণমাধ্যমকে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে পরিবর্তনটা কী সে সম্পর্কে এদিন বিস্তারিত জানাননি বিসিবি সভাপতি।

বাংলাদেশ ক্রিকেট তারকাদের বিজ্ঞাপন এনডোর্সমেন্ট সম্পর্কে জানাতে গিয়ে পাপন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের বিজ্ঞাপন এনডোর্সমেন্টের জন্য আমরা একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছি। এটা তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য না, বরং আরও নিয়মতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণের জন্য। তবে এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। আগামী বোর্ড সভায় তা উপস্থাপিত হলে তারপর আমরা এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো। ’

এদিকে এদিনের বোর্ড সভায় নীতিগতভাবে গৃহীত হয় ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলার জন্য নতুন দুই মাঠের বিষয়েও। মাঠের বর্তমান সংকট কাটাতে বিসিবি বেছে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মহাখালী বিটিসিএল মাঠ।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘যেহেতু আমোদের লিগের খেলাগুলোর জন্য পর্যাপ্ত জায়গা নেই, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টগুলো চালানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠ ও মহাখালী বিটিসিএল’র মাঠ আমরা উন্নয়ন করবো। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।