মিরপুর থেকে: বাংলাদেশ হকি ফেডারেশনকে আর্থিক সহায়তার বিষয়ে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার দেয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব শিগগিরই হতে যাচ্ছে।
বিসিবি থেকে হকিকে দেয়া সহায়তার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা হকির সাথে কিছুটা জড়িয়েছি এবং আমাদের কিছু প্রতিশ্রুতিও ছিল। সেটার অনুমোদন আজকের সভায় আমরা দিয়ে দিয়েছি। এখন থেকে হকিকে আমরা আর্থিত অনুদান দেব। আপাতত হকি ফেডারেশনেরর জন্য আমরা ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। খুব শিগগিরই তাদেরকে আমরা অনুদানটি দিয়ে দেব। ’
শুধু হকি ফেডারেশনই নয়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনও বিসিবির অনুদান পেতে যাচ্ছে বলে জানালেন পাপন, ‘সুইমিং ফেডারেশনও আমোদের কাছে আর্থিক অনুদান চাচ্ছে। তাই তাদেরকেও আমরা আর্থিক সহায়তা দেব। ’
এদিকে বাংলাদেশ ফুটবলের রেফারিস কমিটির সদ্য প্রয়াত ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম, অসুস্থ ফটো সাংবাদিক তরিকুল ইসলাম ও অসুস্থ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবালের চিকিৎসার জন্যও বিসিবি আর্থিক অনুদান দিচ্ছে বলে জানান পাপন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি