ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘শোনার পরে অবাক হয়ে গেছি’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
‘শোনার পরে অবাক হয়ে গেছি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে দারুণ উচ্ছ্বসিত রুমানা আহমেদ। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।

হঠাৎ বিসিবির এমন সিদ্ধান্ত! 

নভেম্বরের শেষ সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। এ আসরে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল কক্সবাজারে করছে নিবিড় অনুশীলন। ওখানে বসেই খবরটা পেয়েছেন রুমানা। মুঠোফোনে অনুভূতির কথা জানান বাংলানিউজকে, ‘শোনার পরে অবাক হয়ে গেছি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত। খুবই খুশি। ’

সোমবার (০৭ নভেম্বর) মিরপুরে বোর্ড সভা শেষে নতুন অধিনায়ক হিসেবে রুমানা আহমেদের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১৭ সালের বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক থাকবেন রুমানা। এর আগে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন জাহানারা আলম। আর ওয়ানডে ফরম্যাটে ছিলেন সালমা খাতুন।
  
অধিনায়ক হিসেবে রুমানার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি। রুমানা জানালেন এশিয়া কাপের ফাইনাল খেলাই থাকবে তার লক্ষ্য, ‘প্রথম দায়িত্ব এশিয়া কাপ। এটা নিয়েই আমি স্বপ্ন দেখছি। এশিয়া কাপে আমরা ভালো একটা রেজাল্ট করবো এবং আমার ইচ্ছা ফাইনাল পর্যন্ত যাবো। ’
 
এ লক্ষ্যে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে কক্সবাজারে কঠোর অনুশীলন করে যাচ্ছে নারী দল। এ ব্যাপারে রুমানা জানান, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। নতুন কোচ আমাদের খুব ভালোভাবে তৈরি করছেন। এশিয়া কাপের জন্য আমরা প্রস্তুত। এখন আমরা শুধু টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে কাজ করছি। এশিয়া কাপের পর লক্ষ্য থাকবে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাইং। ওটা ফিফটি ওভারের ম্যাচ, তাই প্রস্তুতি ভিন্ন হবে। ’

গেল ২৯ অক্টোবর অনুশীলন ক্যাম্পের জন্য কক্সবাজারে যায় নারী ক্রিকেট দল। সেখানে ক্যাম্প চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। তারপর ঢাকায় ফিরে থাইল্যান্ড সফরের জন্য ব্যাগ গোছাবে টাইগ্রেসরা।

রুমানার হাত ধরে বাংলাদেশ নারী ক্রিকেট পড়েছে গৌরবের অনেক মুকুট। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক উপহার দিয়েছেন এ লেগস্পিনার। হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে ম্যাচ জেতান খুলনার এই মেয়ে। ২০১১ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়টিও আসে রুমানার হাত ধরে। ওই ম্যাচে ম্যাচ সেরার মুকুট পড়েন এ লেগস্পিনার কাম ব্যাটসম্যান। ব্যাট-বলে পরীক্ষিত এ পারফরমার অধিনায়ক হিসেবে কেমন করেন সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।