ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

ঢাকা: মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের লড়াই দিয়ে মঙ্গলবার (০৮ নভেম্বর) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর।  

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সন্ধ্যা ৭টায় দিনের অপর ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

বিপিএলের চতুর্থ আসর অবশ্য শুরু হয়েছিল গেল ০৪ নভেম্বর। কিন্তু বৃষ্টির কারণে টুর্নামেন্টের প্রথম দুই দিন ম্যাচ গড়ায়নি মাঠে। আবহাওয়ার পূর্বাভাসে পরের দুই দিনও বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপিএল নতুন করে শুরুর উদ্দেশ্যে পিছিয়ে দেয়া হয়। চার দিনের খেলা নতুন করে খেলানোর জন্য করা হয় নতুন সূচি।

আগের ফিকশ্চারে সন্ধ্যার ম্যাচটি ছিল দুপুরে, দুপুরের ম্যাচটি ছিল সন্ধ্যায়। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ম্যাচ নিয়ে আসা হয়েছে শুরুতে।  

সোমবার (০৭ নভেম্বর) সকালে মিরপুরে আগামীকালের দুটি ম্যাচে অংশ নিতে যাওয়া চার দলই অনুশীলন করেছে।  

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় আগামীকালের ম্যাচ নিয়ে তেমন শঙ্কা নেই। আজ সকাল ও বিকেলে মিরপুরে রোদের ঝলকানি দেখা গেছে। তবে আকাশে কিছুটা মেঘের রাশি থাকায় পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে ত্রিপলে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।