ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার রান পাহাড়ের পর লড়ছে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
শ্রীলঙ্কার রান পাহাড়ের পর লড়ছে স্বাগতিকরা ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৪ রানের জবাবে লড়ছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১২৬ রান করেছে স্বাগতিকরা।

এর আগে ধনাঞ্জয়া ডি সিলভার পর লঙ্কার ইনিংসে সেঞ্চুরির দেখা পান আসেলা গুনারত্নে। জিম্বাবুয়ে এখনও ৩৭৮ রানে পিছিয়ে আছে।

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় ১৭ রানেই দুই উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ১০৯ রান করে অবিচ্ছিন্ন থাকেন ওপেনার বিরান চারি ও ক্রেইগ আরভিন। দু’জনেই ৬০ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনে ২৯০ রানে পাঁচ উইকেট হারানো লঙ্কানরা দ্বিতীয় দিনে আরও ২১৪ রান যোগ করে সবকটি উইকেট হারায়। আগের দিনের সেঞ্চুরিয়ান সিলভা ১২৭ রান করে আউট হন। তবে অপরপ্রান্তে অভিষেক সেঞ্চুরি তুলে নেন গুনারত্নে। ১১৬ করেন তিনি।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ডোনাল্ড ট্রিপানো ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দুটি উইকেট লাভ করেন হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।