ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির কুমিল্লা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির কুমিল্লা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

নতুন সূচিতে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। টস জিতে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর থেকে: নতুন সূচিতে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।

টস জিতে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে প্রথম দুই দিনের চার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। পরে প্রতিকূল আবহাওয়ার কথা চিন্তা করে ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।