ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টস পর্বে মাশরাফিকে তামিমের শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
টস পর্বে মাশরাফিকে তামিমের শুভেচ্ছা

২০০১ সালের ০৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ১৮ বছর বয়সে আর্ন্তজাতিক ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে আজকের দিনে পূর্ণ হয়েছে তার ১৫ বছর। 

মিরপুর থেকে: ২০০১ সালের ০৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ১৮ বছর বয়সে আর্ন্তজাতিক ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে আজকের দিনে পূর্ণ হয়েছে তার ১৫ বছর।

 

দীর্ঘ সময়ের ক্যারিয়ারে বেশ কয়েকবার পড়েছেন হাঁটুর ইনজুরিতে। অদম্য সাহস আর পরিশ্রমে চোট জর্জরতা জয় করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এনে দিয়েছেন অবিস্মরণীয় সব সাফল্য। তার নেতৃত্বগুণেই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট।  

মাশরাফির বীরত্বের কথা অজানা নয় সতীর্থ তামিম ইকবালের। তাইতো বিপিএল শুরুর ম্যাচে টস পর্বে মাশরাফিকে ১৫ বছর পূর্তির জন্য শুভেচ্ছা জানালেন। এ সময় তামিম জানান, ‘১৫ বছর পূর্তিতে মাশরাফি ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তার ক্যারিয়ার আরও লম্বা হবে। ’

গতবারের মতো এবারও মাশরাফি বিন মতুর্জা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। আর তামিম ইকবাল অধিনায়কত্ব করছেন চিটাগাং ভাইকিংসের হয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।