মিরপুর থেকে: চিটাগং ভাইকিংসের ১৬১ রানের জবাবে আট উইকেট হারিয়ে হারের সামনে দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জিততে হলে ১৫ বলে করতে হবে ৫৫।
এ রিপোর্ট লেখা অবধি কুমিল্লার সংগ্রহ ১৭.৩ ওভারে আট উইকেট হারিয়ে ১০৭। নাজমুল হোসেন শান্ত ৩১ রানে ব্যাট করছেন।
ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন ইমরুল। ডোয়াইন স্মিথের করা তৃতীয় ওভারের প্রথম বলেই আনামুল হকের গ্লাভসবন্দি হন। ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফেরেন মারলন স্যামুয়েলস (১৮ বলে ২৩)। ষষ্ঠ ওভারে আব্দুর রাজ্জাকের বলে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস।
দলের হাল ধরতে ব্যর্থ হন ওপেনার লিটন দাস। ১৮ বল মোকাবেলায় ১৩ রান করে আউট হন তিনি। অষ্টম ওভারে মোহাম্মদ নবীর বলে আনামুলের গ্লাভসে আটকা পড়েন। নিজের দ্বিতীয় ওভারে এসে আবারো উইকেট উদযাপনে মাতেন নবী। আসার জাইদিকে ক্লিন বোল্ড করেন আফগান অলরাউন্ডার।
মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরের ওভারেই (১৩তম) ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে কুমিল্লার বিপর্যয় টেনে আনেন তাসকিন আহমেদ। দলীয় ৭৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে।
এর আগে তামিম ইকবালের অর্ধশতক ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে চিটাগং। শেষদিকে, শোয়েব ২৮ বলে ৪২ ও জহুরুল ইসলাম ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ২৩ রানে নতুন জীবন পান তামিম। ইমাদ ওয়াসিমের করা দ্বিতীয় বলটিতে ডিপ কাভারে ক্যাচ হাতছাড়া করেন নাহিদুল ইসলাম। ওই ওভারেই ৩৬ রানের ওপেনিং জুটি ভাঙেন পাকিস্তানি স্পিন অলরাউন্ডার। মোহাম্মদ শরিফের তালুবন্দি হন ডোয়াইন স্মিথ (৯)।
১১তম ওভারে দলীয় ৮০ রানের মাথায় রান আউটের শিকার হন তামিম। খেলেন ৩৮ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস। তাতে ছিল ৬টি চার ও দু’টি ছক্কার মার। তামিমের পর দলীয় ১০১ রানে একই ফাঁদে পড়েন ওয়ানডাউনে নামা আনামুল হক (২২)। এরপর আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি মাশরাফিরা। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন শোয়েব ও জহুরুল।
মঙ্গলবার (৮ নভেম্বর) নতুন সূচিতে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হন মাশরাফি-তামিম। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে প্রথম দুই দিনের চার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিকূল আবহাওয়ার কথা ভেবেই ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, আসার জাইদি, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহেল তানভীর, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, আল আমিন।
চিটাগং একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, আনামুল হক (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, তাইমল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এমআরএম