মিরপুর থেকে: শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম ম্যাচে লড়ছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স-তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। একই মাঠে সন্ধ্যা সাতটায় অপর ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস লড়বে মুশফিকুর রহিমের দল বরিশাল বুলসের বিপক্ষে।
প্রথম দিনের দুটি ম্যাচকে ঘিরেই রয়েছে দর্শকের আগ্রহ। তবে এ চার দলের মধ্যে ঢাকা ডায়নামাইটসই পেতে যাচ্ছে সবচেয়ে বেশি সমর্থন।
কেননা সাকিব, নাসির, মোসাদ্দেক, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, বোপারাদের মতো দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের সমন্বয়ে গড়া তাদের দলটি। ডায়নামাইটসের প্রতি দর্শকদের আগ্রহ কতটা তা টের পাওয়া গেল কুমিল্লা-চিটাগাং ম্যাচ চলাকালীন সময়েই।
নীল জার্সি গায়ে জড়িয়ে দুপুরে থেকেই গ্যালারির বেশ কিছু আসন দখল করেছেন ঢাকার সমর্থকরা। গ্র্যান্ড স্ট্যান্ডের একাংশ তাদের দখলে। এছাড়া পূর্ব গ্যালারিতে কুমিল্লা-চিটাগাংয়ের সমর্থকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দলটির সমর্থকরা। বিপিএলের গত আসরেও গ্যালারিতে ঢাকার সমর্থকদের উপস্থিতি বেশি দেখা গেছে। বিপিএলের ভেন্যু ঢাকায় বলেই সমর্থনটা বেশি পাচ্ছে ঢাকা ডায়নামাইটস।
সন্ধ্যা ৭টায় ম্যাচ হলেও সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস পৌঁছে গেছেন স্টেডিয়ামে। উপভোগ করছেন কুমিল্লা-চিটাগাং ম্যাচ। আর সাকিব-সাঙ্গাদের মাঠের খেলা উপভোগের অপেক্ষায় ঢাকার দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি