ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-সাঙ্গা-ব্রাভোদের টার্গেট ১৪৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সাকিব-সাঙ্গা-ব্রাভোদের টার্গেট ১৪৯ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলস ১৪৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে। বরিশালের হয়ে অর্ধশতক হাঁকান দলপতি মুশফিক এবং শাহরিয়ার নাফিস।

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলস ১৪৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে। বরিশালের হয়ে অর্ধশতক হাঁকান দলপতি মুশফিক এবং শাহরিয়ার নাফিস।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব আল হাসান। বরিশালের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করতে আসেন শামসুর রহমান এবং দিলশান মুনাবেরা। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। ইনিংসের তৃতীয় ওভারে মোহাম্মদ শহীদের লাফিয়ে উঠা বলের লাইন মিস করেন ওপেনার শামসুর রহমান। স্লিপে দাঁড়ানো মেহেদি মারুফের হাতে ধরা পড়ার আগে শামসুর রহমান করেন ১০ বলে ৬ রান। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বরিশাল।

ইনিংসের ষষ্ঠ ওভারে মুনাবেরাকে ফেরান ব্রাভো। পয়েন্টে নাসির হোসেনের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন ১২ রান করা মুনাবেরা। দলীয় ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে বরিশালের। এরপর জুটি গড়ার চেষ্টা করেন মুশফিক এবং ডেভিড মালন। ইনিংসের অষ্টম ওভারে সাকিবের ঘূর্ণিতে ব্রাভোর হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৬ রান করা মালন। দলীয় ৪৪ রানের মাথায় বরিশালের তৃতীয় উইকেটের পতন ঘটে।

এরপর জুটি গড়ে দলের হাল ধরেন দলপতি মুশফি আর শাহরিয়ান নাফিস। ইনিংসের ১৭তম ওভারে বিদায় নেন শাহরিয়ার নাফিস। তার আগে উইকেটে থেকে ঢাকার বোলারদের শাসন করেন টাইগার এই ব্যাটসম্যান। দলীয় ৪৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর মুশফিক-নাফিস মিলে মাত্র ৫১ বলে যোগ করেন ৮২ রান। নাফিস অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেওয়ার আগে ৩৪ বলে ৭টি চার আর দুটি ছক্কায় করেন ৫৫ রান। মোহাম্মদ শহীদের বলে বোল্ড হন তিনি।

পরের ওভারে থিসারা পেরেরাকে ফেরান রবি বোপারা। ব্যক্তিগত ৩ রানে ফেরেন এই লঙ্কান ব্যাটসম্যান। ১৯তম ওভারে ফেরেন ১ রান করা রায়াদ এমরিত। মোহাম্মদ শহীদের তৃতীয় শিকারে নাসিরের তালুবন্দি হন এমরিত।

বরিশাল দলপতি মুশফিক ৩৬ বলে অপরাজিত ৫০ রান করতে ৪টি চার আর দুটি ছক্কা হাঁকান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় এই ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

গতবার সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে আর মুশফিক ছিলেন সিলেট সুপারস্টারসে। এবার দল পাল্টে তারকা সমৃদ্ধ ঢাকায় নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর মুশফিক নাম লেখান বরিশালে।

বরিশাল বুলস: মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালন, থিসারা পেরেরা, মনির হোসেন।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, মোহাম্মদ শহীদ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।