ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ পর্যন্ত থাকা উচিৎ ছিলো: নাফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
শেষ পর্যন্ত থাকা উচিৎ ছিলো: নাফিস

ক্ল্যাসিক ব্যাটিংয়ে বিপিএল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা টাইগার টপ অর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। বরিশাল বুলসের হয়ে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে নাফিস যখন ব্যাটিংয়ে...

মিরপুর থেকে: ক্ল্যাসিক ব্যাটিংয়ে বিপিএল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা টাইগার টপ অর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।  

বরিশাল বুলসের হয়ে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে নাফিস যখন ব্যাটিংয়ে নামেন তখন বেশ চাপে ছিলো তার দল।

দলীয় ৪৪ রানে শামসুর রহমান শুভ, দিলশান মুনাবেরা ও ডেভিড মালানকে হারিয়ে অনেটাই ব্যাকফুটে তখন বরিশাল।
 
ঠিক সেই সময়ে ব্যাটিংয়ে এলেন নাফিস। স্টাইলিশ আর ঝড়ো গতির ব্যাটিংয়ে সাকিব, আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্র্যাভো রবি বোপাদের উপর রীতিমত স্টিম রোলার চালিয়ে ৩১ বল খেলে বাউন্ডারি দিয়ে তুলে নিলেন অর্ধশতক।  

তবে শেষ পর্যন্ত  উইকেটে থাকতে পারেননি নাফিস। ১৭তম ওভারে মোহাম্মদ শহীদের দ্বিতীয় বলে প্লেড অন হয়ে ৩৩ বলে ৫৫ রানের সংগ্রহ নিয়ে ফিরে গেলেন ড্রেসিংরুমে।  

তবে নাফিস মনে করছেন তার শেষ পর্যন্ত উইকেটে থাকা উচি‍ৎ ছিল। ‘আমি চেষ্টা করেছি ম্যাচের অবস্থা অনুযায়ী খেলার। সঙ্গে মুশফিক ছিলো। ওর মতো ব্যাটসম্যান সেঙ্গে থাকলে ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। তবে আমার শেষ পর্যন্ত থাকা উচি‍ৎ ছিলো,’ বলছিলেন তিনি।  
 
মঙ্গলবার (০৮ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন শাহরিয়ার নাফিস।  

নাফিস সাধারণত ওপেনিংয়ে ব্যাট হাতে ক্রিজে নামেন। কিন্তু এদিন দেখা গেলো তাকে ৪ নম্বরে। তাই সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়- ব্যাটিং অর্ডার নিয়ে তিনি কোনো রকম অস্বস্তিতে ছিলেন কীনা।  

উত্তরে বললেন, ‘দুই বছর আগে হলেও হয়তো মিডল অর্ডার কিংবা টপ অর্ডার বলে অভিযোগ থাকতো। আমার কাছে মনে হয় টি টোয়েন্টি ম্যাচে অর্ডারটা খুব বেশি পার্থক্য করে না যদি মাইন্ড সেট অটুট থাকে এবং স্কিল লেভেল আপ টু ডেট থাকে। আমি সব সময়ই টপ অর্ডারে ব্যাটিং করি কিন্তু দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে হতে পারে। আর এই বিষয়টিকে মেনে নিয়েছি এবং বিপিএলের অনুশীলনের শুরু থেকেই ওই রকম প্রস্তুতি নিয়েছি। ’
 
মেহেদি মারুফের অপরাজিত ৭৫ ও কুমার সাঙ্গাকরার ৩০ রানে বরিশালের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে মাত্র ২ উইকেটের খরচায় জয় ছুঁয়ে ফেলে ঢাকা ডিনামাইটস। যা অনেকটাই একপেশে।  

কিন্তু নাফিস মনে করেন, বরিশালের দলীয় রান আরও ২০ কিংবা ৩০ বেশি হলে এবং দলের বোলাররা আরও ভালো বোলিং করলে ম্যাচটি একপেশে হতো না। আর বরিশালেরও ভালো কিছু করার সুযোগ থাকতো।

নাফিসের বরিশাল প্রথম ম্যাচ হেরেছে ঠিকই তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই টুর্নামেন্টের ফিরতে চাইছেন এই হিটার ব্যাটসম্যান। ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে বরিশাল বুলস।
  
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।