ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ছক্কা মারতেই বেশি পছন্দ করি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
‘ছক্কা মারতেই বেশি পছন্দ করি’

মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকে বরিশাল বুলসের গড়া ১৪৮ রানের দলীয় সংগ্রহ মিরপুরের উইকেটে লড়াইয়ের পুঁজি, তা নিঃসন্দেহে বলা যায়।

মিরপুর থেকে: মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকে বরিশাল বুলসের গড়া ১৪৮ রানের দলীয় সংগ্রহ মিরপুরের উইকেটে লড়াইয়ের পুঁজি, তা নিঃসন্দেহে বলা যায়। ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ এমন ধারণাকে পাল্টে দিলেন অসাধারণ এক ইনিংস খেলে।


 
এ ব্যাটসম্যানের ৪৫ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংসে ৪ ওভার হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ঢাকা। কুমার সাঙ্গাকারাকে নিয়ে ৪.১ ওভারেই তুলে নেন দর্লীয় অধশতক। তখনই ম্যাচটা মুশফিকের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়।

আল আমিন হোসেনের প্রথম ওভারেই ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান এ ব্যাটসম্যান। পরের ছক্কাটি ছিল আরও বড়। পূর্ব গ্যালারির দর্শক সারিতে ফেলেন বল। মেহেদি মারুফের ইনিংসে পাঁচটি  চারের সঙ্গে সমান পাঁচ ছক্কা।
 
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি জানালেন, ছক্কা মারতেই বেশি পছন্দ তার, ‘আমি ছক্কা মারতেই বেশি পছন্দ করি। টি-টোয়েন্টিতে যেটার সুযোগ অনেক বেশি থাকে। দুটো মিলিয়েই হয়েছে আজকে। বড় শট মারার জন্য টাইমিংটা দরকার পড়ে। আজ টাইমিংটা ভালো ছিল। ’
 
এভাবে মেরে খেলতেই পছন্দ করেন এ ব্যাটসম্যান। বেশীরভাগ সময় সফল হন তা কিন্তু নয়। এমন ইনিংস খেলেছিলেন এর আগে দুই বার। গত প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলে জয় তুলেছিলেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার। আর গত বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এমনই এক ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে।
 
আজ সফল হওয়ার পেছনে কোচের (খালেদ মাহমুদ সুজন) দেওয়া স্বাধীনতাই কাজে লাগিয়েছেন বলে জানালেন মেহেদি মারুফ, ‘সুজন ভাই এরকমই বলে দিয়েছিলেন। বলেছেন, নিজের খেলা খেলবি। পজিটিভ ক্রিকেট খেলবি। তুই তোর খেলা খেলবি। আসলে এ পরামর্শই কাজে লাগিয়েছি। ’
 
ঢাকা ডায়নামাইটসে নামকরা বিদেশি খেলোয়াড় থাকায় তাদের দেখে অনেক কিছু শিখতে পারছেন মারুফ, ‘বড় বড় প্লেয়াররা এসেছেন তাদের দেখা, তাদের কাছ থেকে শিখতে পারছি। মনে হয় উন্নতি হচ্ছে। ওদের সঙ্গে কথা বললে অনেক কিছু শেখা যায়। সেগুলো অ্যাপ্লাই করলে রান করা সহজ হয়ে যায়। ’
 
ব্যাটিংয়ের সময় সাঙ্গাকারা কী বলছিলেন-এ প্রশ্নের জবাবে মেহেদি মারুফ জানান, ‘সাঙ্গা তেমন কিছু বলেন না। শুধু বলেন, গুড শট... ভেরি গুড...ক্যারি অন। বোলারদের ভালো পিক করতে বুঝিয়ে দেন। এটা করলে এটা হবে। এ বোলারটা এরকম। ’
 
দেশি-বিদেশি ক্রিকেটার মিলে এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। তার প্রদর্শনী বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে। বিদেশি ক্রিকেটার নির্বাচনে তারাই সেরা। এজন্য তার দল শিরোপা জয়কে টার্গেট করছে, ‘আমরা শিরোপার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। সাঙ্গাকারা, মাহেলা, ব্রাভো, রাসেলদের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আছেন আমাদের দলে। টি-টোয়েন্টিতে এরাই সেরা। এদের চেয়ে সেরা কালেকশন অন্য কোনো টিমে আছে বলে আমার মনে হয়না। দেশি ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক, নাসির, সাকিব ভাইরা থাকতে যদি আমরা জিততে না পারি সেটা হবে দুর্ভাগ্য। এবার টাইটেলটা চাই। ’

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।