ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া সফরের কিউই স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া সফরের কিউই স্কোয়াড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে খেলবে কিউইরা। ক’দিন আগেই চ্যাপেল হ্যাডলি ট্রফি সিরিজের দল ঘোষণা করে অজিরা। এবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

ঢাকা: আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে খেলবে কিউইরা।

ক’দিন আগেই চ্যাপেল হ্যাডলি ট্রফি সিরিজের দল ঘোষণা করে অজিরা। এবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

কিউই দলে নতুন মুখ পেসার লুকি ফার্গুসন। ডাক পেয়েছেন লেগস্পিনার টোড অ্যাস্টল। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটসম্যান হেনরি নিকোলস। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা পেসার কলিন ডি গ্র্যান্ডহোম জায়গা করে নিয়েছেন। ইনজুরি থেকে ফিরেছেন কলিন মুনরো।

চোখের সার্জারির কারণে রস টেইলরকে রাখা হয়নি। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার অ্যাডাম মিলনি, মিচেল ম্যাকক্লেনাগান ও অলরা‌উন্ডার কোরি অ্যান্ডারসন ও জর্জ ওয়ার্কার। বাদ পড়েছেন উইকেটরক্ষক লুক রনকি।

সিডনিতে আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৯ ডিসেম্বর মাঠে গড়াবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে শুরু হবে।

এ সফরের পরই বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের জন্য পুরোদমে প্রস্তুত হবে ব্ল্যাক ক্যাপসরা। আগামী ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পর্দা উঠবে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর দু’টি টেস্ট খেলবে টাইগাররা।

বর্তমানে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দু’দলই টেস্ট সিরিজে ব্যস্ত। শুক্রবার (২৫ নভেম্বর) হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে সিরিজ (দুই ম্যাচ) জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। অন্যদিকে, স্টিভেন স্মিথদের সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ! ২৪ নভেম্বর অ্যাডিলেডে দিবারাত্রির তৃতীয় টেস্ট শুরু হয়।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, জিমি নিশাম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, হিল্টন কার্টরাইট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।