ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্টেফেন কুকের ব্যাটে লিড নিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
স্টেফেন কুকের ব্যাটে লিড নিল প্রোটিয়ারা ছবি:সংগৃহীত

ওপেনার স্টেফেন কুকের অপরাজিত ৮১ রানের সুবাদে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে অ্যাডিলেডে দিবা-রাত্রির সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এদিন ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে ফাফ ডু প্লেসিসের দল।

ঢাকা: ওপেনার স্টেফেন কুকের অপরাজিত ৮১ রানের সুবাদে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে অ্যাডিলেডে দিবা-রাত্রির সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এদিন ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে ফাফ ডু প্লেসিসের দল।

 

এর আগে অজিরা নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৩ রান করে। আগের দিনের সেঞ্চুরিয়ান উসমান খাজা শেষ পর্যন্ত ১৪৫ রানে আউট হন। মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ৫৩ রান। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন কাইল অ্যাবোট ও কাগিসো রাবাদা।

এদিকে ফাফ ডু প্লেসিসের দল অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধে করতে পারেনি। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়তিম বিরতিতে উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার কুক। তাকে ভালো সঙ্গ দিয়েও শেষ পর্যন্ত ৪৫ রান করে আউট হন হাশিম আমলা। আরেক প্রান্তে শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কুইন্টন ডি কক। নাথান লিওন তিনটি ও স্টার্ক নেন দুটি উইকেট। দ.আফ্রিকা প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিল।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।