মিরপুর থেকে: হাঁটুর ইনজুরির কারণে বিপিএল শেষ হয়ে গেছে ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদের। শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান তিনি।
শহীদের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘গতকাল শহীদ পায়ে আঘাত পায়। আজ পায়ে স্ক্যান করি। অফিশিয়াল রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। তবে আমাদের প্রাথমিক যে পর্যবেক্ষণ তাতে ধারণা করছি এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) লিগামেন্টের আংশিক আঘাতপ্রাপ্ত হয়েছে। আপাতত আমরা আগামী দুই সপ্তাহের জন্য পুরোপুরি বিশ্রামে রাখবো। প্রাথমিক যে চিকিৎসা প্রক্রিয়া সেটা চালাবো। পরে আমরা পরীক্ষা করে জানাতে পারবো কতদিন লাগতে পারে। ’
বিসিবির এ চিকিৎসক আরও জানান, ‘ইনজুরি থেকে সেরে ওঠার ব্যাপারটি অনেক সময় প্লেয়ারের উর্পর নিভর করবে। সাধারণত এ ধরণের ইনজুরিতে বিশ্রামের সময়টা দুই থেকে তিন সপ্তাহ হয়ে যায়। তারপর পুনর্বাসক প্রক্রিয়া শুরু হয়ে থাকে। এটা একেকজনের একেক রকম। তবে বিশ্রামের সময়টা আসলে সমান। দুই থেকে তিন সপ্তাহ ওকে বিশ্রামে থাকতে হতে পারে। ’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি সীমানার কাছে পা দিয়ে বল আটকাতে গিয়ে চোট পেয়েছেন ঢাকা ডায়ানামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। গোড়ালির চোট বলে মনে হলেও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, শহীদ চোট পেয়েছেন হাঁটুতে। ’
সেকুজে প্রসন্নর করা ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে কুমিল্লার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কাট শট খেললে বল যায় ডিপ থার্ডম্যানে। একস্ট্রা কাভার থেকে বাঁ দিকে ছুটে এসে ডান পা দিয়ে বল থামাতে গিয়ে শরীরের ভারসাম্য হারালে মাটিতে পড়ে যান শহীদ। চোটের কারণে পরে আর মাঠে নামা হয়নি এ ডানহাতি পেসারের।
চোট পাওয়ার আগে দুই ওভার বোলিং করে ৬ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। বিপিএলে দারুণ ছন্দে আছেন নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা এ পেসার। আট ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শহীদ রয়েছেন দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ায় ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে শহীদ ফিট হয়ে উঠতে পারবেন কিনা-তা নিয়ে থাকছে শঙ্কা। বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডের অন্য তিন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তানভির হায়দারের উন্নতি নিয়ে আশাবাদী দেবাশিষ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসকে/এমআরএম