ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেইলরের সেঞ্চুরিতে পাকিস্তানের লক্ষ্য ৩৬৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টেইলরের সেঞ্চুরিতে পাকিস্তানের লক্ষ্য ৩৬৯ ছবি:সংগৃহীত

রস টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। তবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে মাঠ ছেড়েছে সফরকারী পাকিস্তান। জয়ের জন্য শেষ দিনে তাদের ২৬৮ রান করতে হবে। কিউইরা ৩১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে।

ঢাকা: রস টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। তবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে মাঠ ছেড়েছে সফরকারী পাকিস্তান।

জয়ের জন্য শেষ দিনে তাদের ২৬৮ রান করতে হবে। কিউইরা ৩১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে।

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চতুর্থ দিন ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর। কিছুটা আক্রমণাত্মক খেলে ১৩৪ বলে ১৬ চারের সাহায্যে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার টম ল্যাথাম।

পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ইমরান খান। আর একটি করে উইকেট দখল করেন মোহাম্মিদ আমির ও ওহাব রিয়াজ।

পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। দিনের বাকি তিন ওভারে মাত্র এক রান করে তারা। পরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুই ওপেনার সামি আসলাম ও আজহার আলী।

স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রান করার পর পাকিস্তান ২১৬ রান করেছিল। প্রথম টেস্টে হেরে সফরকারী পাকিস্তান ইতোমধ্যে ১-০তে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।