ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুনদের দিকে তাকিয়ে হাবিবুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নতুনদের দিকে তাকিয়ে হাবিবুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের প্রতিটি আসরেই দারুণ পারফর্ম দেখিয়ে আলোচনায় উঠে আসেন নতুন কোনো ক্রিকেটার। গত আসরে যেমন উঠে এসেছিলেন আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২ ম্যাচে ২১ উইকেট তুলে সবার নজড় কাড়েন এ বাঁহাতি পেসার। 

মিরপুর থেকে: বিপিএলের প্রতিটি আসরেই দারুণ পারফর্ম দেখিয়ে আলোচনায় উঠে আসেন নতুন কোনো ক্রিকেটার। গত আসরে যেমন উঠে এসেছিলেন আবু হায়দার রনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২ ম্যাচে ২১ উইকেট তুলে সবার নজড় কাড়েন এ বাঁহাতি পেসার।  

যার ফলশ্রুতিতে ডাক আসে জাতীয় দলে। এরই মধ্যে বাংলাদেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে ২০ বছর বয়সী এ তরুণের।  

মূলত নতুনদের উঠে আসার প্ল্যাটফর্ম হিসেবেই ধরা হয় বিপিএলকে। তাইতো জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন তাকিয়ে নতুন ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে।

তার মতে, জাতীয় দলে যারা আছেন তারা সবাই পরীক্ষিত ক্রিকেটার। নতুন যারা উঠে আসবেন এরাই হবে ভবিষ্যতের সম্পদ।

সোমবার (২৮ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে খুলনা টাইটানসের অনুশীলন দেখতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হাবিবুল। বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘আমি আসলে বিপিএলে নতুন প্লেয়ারদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকি। জাতীয় দলের প্লেয়াররা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছেন, করছেন এবং করবেনও। আমি ব্যক্তিগতভাবে তাকিয়ে থাকি নতুন কোন খেলোয়াড়টা উঠে আসলো। বিপিএলের প্রতিটি আসরই পাইপলাইনে কিছু না কিছু প্লেয়ার যোগান দেয়। আমি আসলে এদিকেই তাকিয়ে থাকি। ’

‘জাতীয় দলের যারা মূল ক্রিকেটার সবাই কিন্তু কম-বেশি ভালো করছে। কেউই কিন্তু খারাপ করছে না। সাথে কিছু নতুন খেলোয়াড় আছে তারাও ভালো করছে। বিপিএলের সবচেয়ে ভালো দিক, নতুন প্লেয়ারদের দিকেই আমি তাকিয়ে থাকি। ’-যোগ করেন এ নির্বাচক।

নতুন যারা পারফরমার তাদের নাম বিপিএলের মাঝপথে জানাবেন না হাবিবুল বাশার। বিপিএল শেষ হলেই তাদের নাম জানাবেন সংবাদমাধ্যমে, ‘নামগুলো আমি বলতে চাচ্ছি না। বিপিএল পুরোটা দেখতে চাই। শুরুতেই নাম বলাটা সমীচীন মনে করি না। পুরো টুর্নামেন্ট শেষ হলেই মূল্যায়ন করতে পারবো বিপিএল থেকে আমরা কাকে পেলাম, কাকে ভবিষ্যতের জন্য ভাববো। ’

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।