মিরপুর থেকে: বিপিএলে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের ম্যাচে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুরের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে প্রতিপক্ষ দলের ক্রিকেটার সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায়।
তবে মাঠে আঘাত করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মনে করেন রংপুরের ক্রিকেটার আরাফাত সানি। যদিও রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি নিশ্চিত মাঠে কিছু একটা ঘটেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে আরাফাত সানি বলেন, ‘ক্রিকেট খেলায় অনেক সময় দুষ্টুমি করেও এমন হয়। অনেক সময় সিরিয়াসলি হয়। পরে তো টেলিভিশন রিপ্লেতে দেখলাম তেমন কিছুই হয়নি। এটা যদি ও (সাব্বির) অভিনয় করে থাকে। এটা ওরাই ভালো বলতে পারবে। শাহজাদের সাথে সাব্বিরের মনে হয় না তেমন বড় কিছু হয়েছে। ’
ঘটনা প্রসঙ্গে ড্যারেন স্যামি বলেন, ‘নিঃসন্দেহে মাঠে তাদের অপ্রীতিকর কিছু ঘটেছিল। সাব্বির এমনি এমনি মাঠে পড়ে যায়নি। ওখানে কিছু হয়েছিল। শাহজাদ আমার ভালো বন্ধু। পিএসএলে আমরা এক সাথে খেলেছি। টিম হোটেলে ফিরে শেহজাদের সঙ্গে কথা বলবো। ’
১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা রংপুরের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ২৫ রানে। মোহাম্মদ সামির বলে ড্যারেন সামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে এ ঘটনা ঘটে। শাহজাদের উইকেট পতনে উল্লাস করছিলেন দলের বাকি ক্রিকেটাররা। পরে বুঝতে পেরে আম্পায়ারের কাছে ছুটে গিয়ে প্রতিবাদ জানায় রাজশাহীর ক্রিকেটাররা। ততক্ষণে রংপুরের ড্রেসিংরুমের সামনে পৌঁছে যান শাহজাদ।
ম্যাচের শুরুতে সাব্বির রহমান ও মোহাম্মদ শাহজাদের মাঝে একবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ব্যাটসম্যান সাব্বির রহমান তখন উইকেটে। কথা কাটাকাটির এক পর্যায়ে উইকেটরক্ষক শাহজাদ সাব্বিরের বুকে ধাক্কা মারেন। সাব্বির ব্যাট উঁচিয়ে শাহজাদকে ভয় দেখান।
আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু ওখানেই থামেনি ঘটনা। শেষ পর্যন্ত আউট হয়ে ব্যাট দিয়ে সাব্বিরকে আঘাত করে তবেই ফেরেন শাহজাদ।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসকে