ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সানির কাঠগড়ায় রংপুরের বাজে ব্যাটিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সানির কাঠগড়ায় রংপুরের বাজে ব্যাটিং ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী কিংস বড় রানের সংগ্রহ গড়েছে বিষয়টি কিন্তু এমন নয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১২৮ রান।

মিরপুর থেকে: রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী কিংস বড় রানের সংগ্রহ গড়েছে বিষয়টি কিন্তু এমন নয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১২৮ রান।

রংপুরের জন্য লক্ষ্যটি ছিল ১২৯ রানের। সহজ বললে হয়তো ভুল হবে না।

কিন্তু দলটির জন্য পরিতাপের বিষয় হলো, ব্যাটসম্যানরা এত বাজে ব্যাটিং করেছে যে ১২৯ রান দূরে থাক, স্যামিদের বোলিং তোপে অলআউট হয়ে গেছে ৭৯ রানে আর বল বাকি ছিল ১৪টি। দলের ব্যাটসম্যানদের কোন দায়িত্বশীলতার পরিচয় যেমন দেখা যায়নি, তেমনি ছিল না নূন্যতম একটি জুটিও।

তাই দলের এমন বাজে ব্যাটিংয়ে বেশ হতাশ রংপুর রাইডার্স স্পিনার আরাফাত সানি। আর দলের এমন বাজে ব্যাটিংয়ের জন্যই নাকি বিপিএলে নিজেদের নবম ম্যাচটি তারা হেরে গেছেন।

সোমবার (২৮ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তেমনটিই বললেন আরাফাত সানি।

দলের হার নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই বাজে খেলেছি বলেই হেরেছি। এটা ক্রিকেটে হতেই পারে। আমাদের অ্যাপ্রোচ ভালো ছিল না। একটা জুটি হলে হয়তো আশা করা যেত। আমাদের মূল সীমাবদ্ধতা ছিল এখানেই। ২০-৩০ রানের জুটি  হলেও হয়তো ম্যাচটা জিততে পারতাম। ’

দলের ব্যাটিং নিয়ে এরপর সানি যা বললেন সেটা আরও যুক্তিসংগত। কেননা টি-টোয়েন্টি ফরমেটে রংপুর রাইডার্সই নয়, যে কোনো দলই ১২০-১৩০ রানের সংগ্রহ পেতে পারে বলে তিনি বিশ্বাস করেন, ‘টি-টোয়েন্টি যত বাজে ব্যাটিংই হোক না কেন ১২০-১৩০ রান হয়ই। ’

এদিকে রাজশাহিী কিংসের কাছে এই ম্যাচটি হেরে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে চলে এসেছে টুর্নামেন্টের শুরুতে শীর্ষে থাকা দল রংপুর। এর ফলে  দলটির শেষ চারে  খেলাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সানি সেটা মনে করছেন না, ‘এখনও আমাদের সুযোগ আছে। যেহেতু আমাদের আরও তিনটি ম্যাচ আছে, তাই আমরা মানসিকভাবে পিছিয়ে নেই। কারণ একটা ম্যাচ জিততে পারলেই আবার জয়ের ধারায় ফিরবো। ’

৩০ নভেম্বর নিজেদের ১০ম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।