ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ শাহজাদ, সাব্বিরের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এক ম্যাচ নিষিদ্ধ শাহজাদ, সাব্বিরের জরিমানা

বিপিএলে ম্যাচ চলাকালীন সময়ে রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ।

ঢাকা: বিপিএলে ম্যাচ চলাকালীন সময়ে রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ।

মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাব্বিরকে।

এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুরের আরেক বিদেশি ক্রিকেটার লিয়াম ডসনকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা রংপুরের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ২৫ রানে। মোহাম্মদ সামির বলে ড্যারেন সামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন শাহজাদ। এ ব্যাটসম্যানের উইকেট পতনে উল্লাস করছিলেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

পরে বুঝতে পেরে আম্পায়ারের কাছে ছুটে গিয়ে প্রতিবাদ জানায় রাজশাহীর ক্রিকেটাররা। ততক্ষণে রংপুরের ড্রেসিংরুমের সামনে পৌঁছে যান শাহজাদ। আম্পায়ার অবশ্য ঘটনার নোট নিয়ে রাখেন তার প্যাডে। আম্পায়ারদের রিপোর্ট ও টিভি ফুটেজ দেখে এ সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল।

ম্যাচের শুরুতে সাব্বির রহমান ও মোহাম্মদ শাহজাদের মাঝে একবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ব্যাটসম্যান সাব্বির রহমান তখন উইকেটে। কথা কাটাকাটির এক পর্যায়ে উইকেটরক্ষক শাহজাদ সাব্বিরের বুকে ধাক্কা মারেন। সাব্বির ব্যাট উঁচিয়ে শাহজাদকে ভয় দেখান। আম্পায়ার এসে সামলে নেন শাহজাদকে।

তবে ওখানেই থামেনি ঘটনার রেশ। রংপুরের ব্যাটিংয়ের সময় শাহজাদ আউট হলে প্যাভিলিয়নে ফেরার পথে ব্যাট দিয়ে সাব্বিরকে আঘাত করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওই ঘটনার তীব্র সমালোচনা করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।