ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় নারীদের মাঠে প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ভারতীয় নারীদের মাঠে প্রতিশোধ ছবি:সংগৃহীত

যুদ্ধ যুদ্ধ আবহ চলছে পাকিস্তান ও ভারতের মাঝে। যার ফলে দু’দেশের সীমান্তে প্রায়ই গোলাগুলি হচ্ছে। আর দেশ দুটির কূটনৈতিক পর্যায়ের ঝামেলার প্রভাব পড়েছে তাদের ক্রীড়া অঙ্গনেও। বিশেষ করে ক্রিকেটে।

ঢাকা: যুদ্ধ যুদ্ধ আবহ চলছে পাকিস্তান ও ভারতের মাঝে। যার ফলে দু’দেশের সীমান্তে প্রায়ই গোলাগুলি হচ্ছে।

আর দেশ দুটির কূটনৈতিক পর্যায়ের ঝামেলার প্রভাব পড়েছে তাদের ক্রীড়া অঙ্গনেও। বিশেষ করে ক্রিকেটে।

গত আট বছর ধরে ইন্দো-পাক কোনো পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হয় না। আর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ভারতীয় মহল তো এখন আর বিশ্ব পর্যায়েও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি না। প্রায় একই অবস্থা দু’দেশের নারী ক্রিকেটেও। যেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজে না খেলে আইসিসির হস্তক্ষেপে মাশুলও দিতে হয়েছে ভারতীয় নারী দলকে।

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারতীয় নারী ক্রিকেট দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। চুক্তি অনুয়ায়ী পাকিস্তানের সঙ্গে গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল এই সিরিজ। ভারত না খেলায় সিরিজের তিন ম্যাচ থেকে দু’পয়েন্ট করে মোট ছয় পয়েন্ট দেওয়া হয়েছে পাকিস্তানকে।

প্রতিবাদ হিসেবে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরুষ দলকে না পাঠানোর হুমকি দিয়েছিল। চলমান নারী দলের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে না খেলার কথা থাকলেও অবশেষে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল। আর এ ম্যাচ জিতেই অন্যরকম প্রতিশোধ নিল ভারতীয়রা।

পাকিস্তান নারী দলকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারায় ঝুলন গোস্বামীরা। নির্ধারিত ওভার শেষে পাকিস্তান সাত উইকেট হারিয়ে ৯৭ করলে, চার বল বাকি থাকতে জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার উইমেনরা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।