ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড বেয়ারস্টোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড বেয়ারস্টোর উইকেটের পেছনে বেয়ারস্টো-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দারুণ একটি বছরই কাটাতে চলেছেন ইংল্যান্ডের উইকেরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ২০১৬ সালে সর্বোচ্চ ১৫টি টেস্ট খেলা ইংলিশদের হয়ে ব্যাট ও উইকেটের পেছনে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন তিনি। ব্যাটিংয়ে এখন পর্যন্ত তিনি স্বদেশী জো রুট ও অ্যালিস্টার কুককে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক (১৫৫৫)।

ঢাকা: দারুণ একটি বছরই কাটাতে চলেছেন ইংল্যান্ডের উইকেরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ২০১৬ সালে সর্বোচ্চ ১৫টি টেস্ট খেলা ইংলিশদের হয়ে ব্যাট ও উইকেটের পেছনে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন তিনি।

ব্যাটিংয়ে এখন পর্যন্ত তিনি স্বদেশী জো রুট ও অ্যালিস্টার কুককে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক (১৫৫৫)।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও অসাধারণ সফলতা পাচ্ছেন বেয়ারস্টো। ভারতের বিপক্ষে চলমান মোহালি টেস্টে ৬৮টি ডিসমিসাল (ক্যাচ ও স্ট্যাম্পিং) নিয়ে এক পঞ্জিকাবর্ষের রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এ তারকা। চলতি বছরে তার ধারে কাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩১টি ডিসমিসাল করেছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ।

বেয়ারস্টোর ৬৮টি ডিসমিসালের মধ্যে ৫৬টি ছিল ক্যাচ। আর বাকি তিনটি হয়েছে স্ট্যাম্পিংয়ে। আর এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচার ও অস্ট্রেলিয়ার ইয়ান হিলিকে।

বাউচার ১৯৯৮ ও হিলি ১৯৯৩ সালে সমান ৬৭টি করে ডিসমিসাল করেছিলেন। এ দু’জন এতদিন যৌথভাবে এক পঞ্জিকাবর্ষে শীর্ষ ডিসমিসাল করা উইকেটরক্ষক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।