ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টপঅর্ডারে ব্যাটিং উপভোগ করছেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
টপঅর্ডারে ব্যাটিং উপভোগ করছেন নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে ঢাকা ডায়নামাইটসে এবার দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের উপস্থিতি অন্যান্য দলের চেয়ে বেশি। দলে ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মেহেদি মারুফ খেলছেন নিয়মিত।

মিরপুর থেকে: বিপিএলে ঢাকা ডায়নামাইটসে এবার দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের উপস্থিতি অন্যান্য দলের চেয়ে বেশি। দলে ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মেহেদি মারুফ খেলছেন নিয়মিত।

 

এত ব্যাটসম্যানের ভিড়ে নাসির ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন টপঅর্ডারেই। ঘুরে-ফিরে তিন-চারে ব্যাট করছেন এ অলরাউন্ডার।

ঢাকার তৃতীয় ম্যাচে এসে প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পান নাসির। তিন নম্বরে নেমে ৩৮ রানের ইনিংস খেলে প্রমাণ দেন নিজেকে। পরের ম্যাচে করেন ৪৩ রান। এরপরের ম্যাচে ২০ রান করে আস্থা ধরে রাখেন।  

টিম কম্বিনেশনের কারণে পরের ম্যাচ থেকে ব্যাট হাতে নামেন চারে। চারে নেমে মাত্র ৭ রান করে আউট হয়ে যান নাসির। পরের ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ৩৪ রানের ইনিংস। পছন্দের জায়গা টপঅর্ডারে নিয়মিত ব্যাটিং করতে পেরে খুশি এ অলরাউন্ডার, ‘কোন পজিশনে ব্যাট করবো এটা আসলে ম্যাচের উপর নির্ভর করে। টেস্টে একরকম, ওয়ানডেতে একরকম, টি-টোয়েন্টিতে একরকম। বিপিএলে আমার জন্য ভালো লাগছে তিন-চারে ব্যাটিং করতে। টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছি। ’

বোলিংয়েও খারাপ করছেন না নাসির। আট ম্যাচে বল করে পাঁচটি উইকেট নিয়েছেন এ অফস্পিনার। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান শেষ পর্যন্ত, ‘এখনও অনেক খেলা বাকি আছে। চেষ্ট করবো যেভাবে যাচ্ছে আল্লাহর রহমতে বাকিটা যেন সেভাবেই যায়। ’

নয় ম্যাচের মধ্যে ছয়টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ঢাকা। শেষ তিন ম্যাচ জিতে শীর্ষ এক বা দুইয়ে ওঠা দলের লক্ষ্য বলে জানান নাসির, ‘যেহেতু আমরা এক নম্বরে আছি দলের সবার মানসিক অবস্থা খুবই ভালো। এখনও নিশ্চিত না আমরা কোয়ালিফাই করছি কিনা। আরও তিনটা ম্যাচ যেহেতু আছে। তিনটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তিনটা ম্যাচেই জিতে এক-দুইয়ে থাকবো, ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।