মিরপুর থেকে: হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই আজ খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে ছোট রানআপে বল করতে হয়েছে এ পেসারকে।
ছোট রানআপেও দুর্দান্ত বল করেছেন মাশরাফি। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই স্ট্যাস্প উপড়ে ফেলেন আব্দুল মজিদের। পরে সাজঘরে পাঠান হাসানুজ্জামান ও নিকোলাস পুরানকে। চার ওভারে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট।
ছোট রানআপে কিভাবে স্বাভাবিক গতিতে বোলিং করে যান মাশরাফি সেটি কৌতুহলেরই বিষয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রানআপ নিয়ে এক প্রশ্নে এ সক্ষমতা নিয়ে মাশরাফি বলেন, ‘আমার একটা সুবিধা হচ্ছে ছোট রানআপে বল করলেও আমার গতি একই থাকে। সমস্যা হয় না। কারণ আমি অনুশীলনে ছোট রানআপে অনেক বল করেছি। আমার যখন ইনজুরি ছিল তখন রানআপ কমিয়ে বোলিং করতে হয়েছে। এজন্য আমার অভ্যাসটা আছে। এজন্য হয়তোবা অন্যদের যে সুবিধাটা থাকে না, আমার থাকে। ’
মাশরাফির দারুণ বোলিংয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রানের বেশি তুলতে পারেনি। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজকের উইকেট বিচারে খুব বেশি কঠিন ছিল না এর রান টপকানো।
মারলন স্যামুয়েলসের অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে ৮ বল হাতে রেখেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। টুর্নামেন্টের শেষে এসে টানা তিনটি ম্যাচ জিতলো মাশরাফির দল।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি