ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরো সিরিজে অসহায় ব্লাকক্যাপরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
পুরো সিরিজে অসহায় ব্লাকক্যাপরা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নরা তৃতীয় ওয়ানডেতে কিউইদের হারিয়েছে ১১৭ রানের বিশাল ব্যবধানে। সিরিজ জিতেছে ৩-০তে।

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নরা তৃতীয় ওয়ানডেতে কিউইদের হারিয়েছে ১১৭ রানের বিশাল ব্যবধানে।

সিরিজ জিতেছে ৩-০তে।

প্রথম ম্যাচে ৬৮ রানে ব্লাকক্যাপস খ্যাত নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতে অজিরা ১১৬ রানের জয় তুলে নেয়।

মেলবোর্নে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। জবাবে, ৩৬.১ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

অজিদের হয়ে ওপেনিং করতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে আউট হন ডেভিড ওয়ার্নার। রানআউট হওয়ার আগে তিনি ১২৮ বলে ১৩টি চার আর ৪টি ছক্কায় ব্যাটে ঝড় তুলে করেন ১৫৬ রান। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৩ রান। দলপতি স্টিভেন স্মিথের ব্যাট থেকে কোনো রান আসেনি।

জর্জ বেইলির ব্যাট থেকে আসে ২৩ রান। শূন্য রানে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। এছাড়া, ট্রেভিস হেড ৩৭, ম্যাথু ওয়েড ১৪, জেমস ফকনার ১৩ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে সাতজন বোলার বল করলেও চারজন থাকেন উইকেট শূন্য। তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। আর দুটি করে উইকেট লাভ করেন মিচেল স্যান্টনার এবং গ্রান্ডহোম।

২৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ৩৪ আর টম ল্যাথাম ২৮ রান করেন। দলপতি কেন উইলিয়ামসন করেন ১৩ রান। বড় জুটি না হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। কলিন মুনরো ২০, নিকোলাস ৩, ওয়াটলিং ৮, গ্রান্ডহোম ১১ আর স্যান্টনার ১৫ রান করে বিদায় নেন।

অজিদের হয়ে তিনটি উইকেট লাভ করেন মিচেল স্টার্ক। এছাড়া, দুটি করে উইকেট দখল করেন প্যাট কামিন্স, জেমস ফকনার আর ট্রেভিস হেড। একটি উইকেট নেন হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।