ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেন্নাই টেস্টেও শামি-সাহাকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
চেন্নাই টেস্টেও শামি-সাহাকে পাচ্ছে না ভারত ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টেও ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও উইকেটরক্ষক হৃদ্দিমান সাহা। ভারতের হয়ে দু’জনই চলমান মুম্বাই টেস্ট মিস করছেন।

ঢাকা: ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টেও ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও উইকেটরক্ষক হৃদ্দিমান সাহা। ভারতের হয়ে দু’জনই চলমান মুম্বাই টেস্ট মিস করছেন।

সিরিজ জুড়েই ডান পায়ের সমস্যায় ভুগছেন শামি। রাজকোটে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। যদিও প্রথম তিনটি ম্যাচ খেলেছেন। কিন্তু মুম্বাইয়ে সিরিজ নিশ্চিতের ম্যাচে বাধ্য হয়েই দলের বাইরে থাকতে হয়।

এক বিবৃতিতে শামির ডান হাঁটুর ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)। তাকে বিশ্রাম ও পুনবার্সনের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিটনেস পুনরুদ্ধারের কাজ শুরু করবেন ২৬ বছর বয়সী এ ডানহাতি বোলার।

অন্যদিকে, বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাহা। এনসিএ’তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তৃতীয় টেস্টে সাহার কিপিং গ্লাভস যায় পার্থিব প্যাটেলের হাতে।

চেন্নাইয়ে আগামী ১৬ ডিসেম্বর শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ড্রয়ের পর টানা দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেন বিরাট কোহলিরা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।