ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-২০ তে জয়ের লক্ষ্যে লড়বে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
টি-২০ তে জয়ের লক্ষ্যে লড়বে টাইগাররা বাংলাদেশ ক্রিকেট টিম

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। হতাশা ভুলে টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর পালা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।


নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।

কোনোটিতেই জয় নেই টাইগারদের। তবে, ক্রিকেটের ছোটো এই ফরমেটে যেকোনো দলই জয়ের বন্দরে নোঙ্গর করতে পারে। তাই ওয়ানডের ভুল শুধরে এবার টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত লাল-সবুজরা।


২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরমেটে মাঠে নেমেছিল বাংলাদেশ। হ্যামিলটনে সেবার হেরেছিল ১০ উইকেটের ব্যবধানে। সবশেষ ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তাতেও জয়ের দেখা পায়নি টাইগাররা।


এর মাঝে আরও দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২০১২ সালে পাল্লেকেলেতে বাংলাদেশ হেরেছিল ৫৯ রানের ব্যবধানে। পরেরবার অবশ্য জয়ের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত সে ম্যাচটিতে হেরেছিল মাত্র ১৫ রানের ব্যবধানে। সবশেষ কিউইদের বিপক্ষে কলকাতায় মাঠে নামে টাইগাররা। কলকাতায় বিশ্বমঞ্চে টাইগারদের সেই ম্যাচে কিউইরা হারিয়েছিল ৭৫ রানের ব্যবধানে।


প্রথম টি-টোয়েন্টির ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। একাদশে থাকতে পারেন সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন সৈকত। পেসার তাসকিনের পরিবর্তে দলে ফিরতে পারেন রুবেল হোসেন। মুশফিকের ইনজুরিতে পুরো টি-টোয়েন্টি সিরিজে উইকেটের পেছনে থাকবেন নুরুল হাসান সোহান।


টিম কম্বিনেশনে আট ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে টাইগাররা। ওপেনার হিসেবে তামিমের সঙ্গে সৌম্য কিংবা ইমরুলকে দেখা যেতে পারে। ব্যাটসম্যান কোটায় আরও থাকতে পারেন মাহমুদউল্লাহ, সাকিব, সাব্বির, মোসাদ্দেক আর নুরুল হাসান সোহান।


বোলিং আক্রমণে দলপতি মাশরাফির সঙ্গে নতুন বলে জুটি বাধতে পারেন মোস্তাফিজ। রুবেলসহ তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সঙ্গে স্পিনার হিসেবে সাকিব রয়েছেন। তবে, সাকিবের সঙ্গী হতে স্পিনার হিসেবে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক বল হাতে নিতে পারেন।


দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী, বাংলাদেশ দল দারুণভাবে ফিরে আসবে। ফিরে আসার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ দিয়েই। দ্বিতীয় ম্যাচটি ০৬ জানুয়ারি সকাল ৮টায় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ ০৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে।


১২ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশের সফর সমাপ্ত হবে। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।


বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

০৩ জানুয়ারি-প্রথম টি-টোয়েন্টি, দুপুর ১২টা-নেপিয়ার

০৬ জানুয়ারি-দ্বিতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা-মাউন্ট মঙ্গানুই

০৮ জানুয়ারি-তৃতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা-মাউন্ট মঙ্গানুই


প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমআরপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।