এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ‘আমরা পাকিস্তানের থেকে তাদের মাটিতে দুটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছি। তবে আমাদের নিরাপত্তা ছাড়পত্র ও ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে।
সম্প্রতি আইসিসি’র এক বৈঠকে পিসিবি তাদের মাটিতে ম্যাচ আয়োজনের ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট করতে সমর্থ হয়। আগামী ১৮ ও ১৯ মার্চ ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু লাহোর। পরে দু’দল ফ্লোরিডায় আরও দুটি ম্যাচ খেলবে।
২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে মেজর দল সফর করেনি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। তবে, সেটি পাকিস্তানে অন্য দলগুলোর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থা তৈরি করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস