ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাইফ-তাইবুরের ডাবল সেঞ্চুরিতে ঢাকার ৫৮৮

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সাইফ-তাইবুরের ডাবল সেঞ্চুরিতে ঢাকার ৫৮৮ সাইফ হাসান-ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে জোড়া সেঞ্চুরি মাঝে মাঝেই দেখা যায়। এবার জোড়া ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ঢাকা বিভাগের দুই ব্যাটসম্যান সাইফ হাসান (২০৪) ও তাইবুর রহমান (২৪২)। 

বরিশালের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পথে চতুর্থ উইকেটে ৩০৪ রানের জুটি গড়ে প্রথম ইনিংসে দলের রান পাহাড়সম উচ্চতায় নিয়ে গেছেন এ দুই তরুণ। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় দিনের দুপুর অবধি ৬ উইকেটে ৫৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা।

শেষ রাউন্ডের প্রথম দিন ৩ উইকেটে ৩০০ রান তুলেছিল ঢাকা।  ১৩১ রানে অপরাজিত থাকা সাইফ হাসান  ৪০৫ বল খেলে ১৯টি চার ও ১টি ছক্কায় ২০০ রান পূর্ন  করেন। পরে আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ২০৪ রান করে তৌহিদুল ইসলামের বলে বোল্ড হলে ইনিংসের পরিসমাপ্তি ঘটে।  প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সাইফের সেরা ইনিংস।

সাইফ সাজঘরে ফেরার কিছুক্ষন পর ডাবল সেঞ্চুরি পূর্ন করেন আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান। মাত্র ২৭৫ বলে ২২টি চারের সাহায্যে এই মাইলফলকে পৌঁছান তাইবুর।  শেষ পর্যন্ত আরও ৪টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ২৪২ রান করে আউট হন তিনি। খেলেন ৩০২ বল।

এছাড়া ওপেনার জাহিদুজ্জামান ৫৭, রকিবুল হাসান ৩৮ ও নাদিফ চৌধুরী অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন।

বরিশালের পেসার তৌহিদুল ইসলাম একাই নেন পাঁচ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন মনির হোসেন।

পাহাড়সম রানের সামনে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বরিশাল। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। আল আমিন ২৮ ও সোহাগ গাজী ১৫ রানে অপরাজিত আছেন।
 
দুটি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন রাজিব ও মোহাম্মদ শরিফ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।