ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে ব্রাত্য বিজয়ের সেঞ্চুরিতে এগিয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জাতীয় দলে ব্রাত্য বিজয়ের সেঞ্চুরিতে এগিয়ে খুলনা আনামুল হক বিজয়-ছবি:সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোকে চেপে ধরেছে খুলনা বিভাগ। দলটিকে ১২২ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে খুলনা। হাতে এখনও সাত উইকেট রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে আনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে ২৭২ রান করেছে মোহাম্মদ মিঠুনের দল।

আগের দিনের ৩৭ রানে তিন উইকেট হারানো মেট্রো দ্বিতীয় দিন মোটেই সুবিধে করতে পারেনি। ৩৬ ওভারে পুরো দল মিলে করে ১২২ রান।

সর্বোচ্চ ৩৮ রান আসে শরিফুল্লাহর ব্যাট থেকে। খুলনার হয়ে তিনটি করে উইকেট পান আল-আমিন হোসেন, আশিকুজ্জামান ও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেন ভালো খেলেও জাতীয় দল সুযোগ না পাওয়া বিজয়। ১৫৩ বলে ১২টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১২২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৫৫ রান আসে ওপেনার হাসানুজ্জামানের ব্যাট থেকে। ৭৩ রানে অপরাজিত আছেন তুষার ইমরান।

খুলনা নিজেদের প্রথম ইনিংসে ২০৭ রান করেছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।