ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বন্দুকধারীদের হামলার শিকার আফগান পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বন্দুকধারীদের হামলার শিকার আফগান পেসার শাপুর জাদরান/ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তারকা পেসার শাপুর জাদরান অজ্ঞাত বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন। রাজধানী কাবুলে হামলার শিকার হলেও বড় কোনো ক্ষতির সামনে পড়েননি তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভাইকে গাড়িতে নিয়ে আফগানিস্থানের রাজধানী কাবুলের বাগরামি শহর থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনার শিকার হন শাপুর জাদরান। এর আগেও তাকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালিয়েছিল।

সেবারও কোনো রকম ক্ষতি হয়নি তার।

অজ্ঞাত বন্দুকধারীরা শাপুর জাদরান আর তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গাড়িতে গুলি লাগার পরপরই দুই ভাই গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গ্রুপ।

২৯ বছর বয়সী শাপুর জাদরান আফগানদের হয়ে ৩৯টি ওয়ানডে আর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।