টেস্টে দেড় শ উইকেট পেয়ে গেছেন গত অক্টোবরেই। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাইলফলকটা ছুঁয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
তাঁর আগে টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেট ছিল মাত্র ১৩ জনের। আর অলরাউন্ডারের যে সংজ্ঞাকে আদর্শ মানেন সবাই, সেটা যদি বিবেচনা করা হয়, ব্যাটিং ও বোলিং গড়ের ইতিবাচক পার্থক্যের দিক থেকে এ কীর্তি ছিল মাত্র ৮ জনের। ব্যাটিং ও বোলিং গড়ের ইতিবাচক পার্থক্যে সাকিবের ওপরে আছেন শুধু চারজন।
সবার ওপরে স্যার গ্যারি সোবার্স। এরপরই আছেন সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ইমরান খান ও শন পোলক। এরপরই জ্বলজ্বল করছে সাকিব আল হাসানের নাম।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএম/ জেএম