ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিক স্টেডিয়ামেও হতে পারে বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
অলিম্পিক স্টেডিয়ামেও হতে পারে বিশ্বকাপের ম্যাচ ছবি: সংগৃহীত

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মেগা ইভেন্ট যৌথভাবে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। বিশ্বকাপের অন্যতম ভেন্যু হতে পারে লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনই খবর ঘুরছে।

লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম ঘুরে দেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির প্রতিনিধি দল। তাতে সবুজ সংকেতও পেয়েছে ভেন্যুটি।

বিশ্ব আসরের একাধিক ম্যাচ হতে পারে সেখানে।

অলিম্পিক স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। সেখানে রয়েছে সবচেয়ে বড় ভেন্যু মেলবোর্ন ও ইডেন পার্কের মতো মাল্টিস্পোর্টস গ্রাউন্ড।

আগামী বছর এসেক্সের টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে ভেন্যুটি যাচাই করতে পারে আইসিসি। এরপরই চূড়ান্ত হবে কয়টি ম্যাচ খেলানোর যোগ্য অলিম্পিক স্টেডিয়ামটি।

তবে, লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের স্বীকৃতি দেয়া হবে কিনা আগামী মাসের মধ্যেই সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।