ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নেটে ঘাম ঝরালেন মুশফিক-ইমরুল-মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
নেটে ঘাম ঝরালেন মুশফিক-ইমরুল-মুমিনুল মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ড সফর শেষের আগেই ইনজুরি সঙ্গী করে দেশে ফেরেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। সামনে অপেক্ষা করছে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট। তার আগে নিজেদের পুরোপুরি ফিট করে তুলতে মরিয়া তিনজনই। ভক্ত-সমর্থকদের জন্য সুখবর, সবাই ব্যাটিং অনুশীলনে ফিরেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মিরপুরের ইনডোরে ঘাম ঝরান মুশফিক-ইমরুল-মুমিনুল। ভিন্ন তিনটি নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তারা।

এছাড়াও ফিল্ডিং কোচের অধীনে ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা।

ভারত সফরের পর মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার কথা মাশরাফি-সাকিব-মুশফিকদের। টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার আগে তাদের ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের (৫-৬ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচ রয়েছে। লঙ্কানদের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডের সঙ্গে থাকছে দু’টি টি-২০। এখনো চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি।

ইতোমধ্যেই ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য ঘোষিত ২৩ জনের সবাই আছেন। ঘোষিত ৩০ সদস্যের স্কোয়াডে ফিরেছেন নাসির হোসেন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আব্দুল মজিদ। ইনজুরির কারনে নেই পেসার মোহাম্মদ শহীদ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন শফিউল ইসলাম।

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম।

ভারতীয় ‘এ’ দল: অভিনব মুকুন্দ (অধিনায়ক), প্রিয়াঙ্ক কিরিত, শ্রেয়াস, ইসাক জাগি, রিশব প্যান্ট, ইশান কিষান (উইকেটরক্ষক), বিজয় শঙকর, হারদিক পান্ডে, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত চৌধুরি, মিলিন্দ এবং নিতীন সাইনি।

ভারতের বিপক্ষে টেস্ট:
৯-১৩ ফেব্রুয়ারি (হায়দ্রাবাদ)

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি:
টেস্ট সিরিজ
৭-১১ মার্চ: প্রথম টেস্ট 
১৫-১৯ মার্চ: দ্বিতীয় টেস্ট

ওয়ানডে সিরিজ
২৫ মার্চ: প্রথম ওয়ানডে, 
২৯ মার্চ: দ্বিতীয় ওয়ানডে
০১ এপ্রিল: তৃতীয় ওয়ানডে

টি-টোয়েন্টি সিরিজ
০৫ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি
০৮ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমআরএম/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।