ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইতিহাসের প্রথম ওয়ানডে আম্পায়ারের প্রয়াণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ইতিহাসের প্রথম ওয়ানডে আম্পায়ারের প্রয়াণ ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচের আম্পায়ার লু রোয়ান আর নেই/ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচের আম্পায়ার লু রোয়ান আর নেই। ৯১ বছর বয়সে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রবীণতম আম্পায়ার ছিলেন রোয়ান।

ষাটের দশকে রোয়ান ছিলেন অস্ট্রেলিয়ার নেতৃস্থানীয় আম্পায়ার।  ২৫টি টেস্টে আম্পায়ারিং করেছিলেন।

সীমিত ওভারের ক্রিকেটে একটি ম্যাচই পরিচালনা করেন।

বিতর্কিত ১৯৭১ সিডনি টেস্টে রোয়ানের সঙ্গে কথা বলছেন ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ (ডানের ছবিতে)/ছবি: সংগৃহীত১৯৭১ সালের ঐতিহাসিক সেই ওডিআই ম্যাচটিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছিল অজিরা। ক্রিকেটের বাইরে কুইন্সল্যান্ডের একজন সাবেক ড্রাগ স্কোয়াড ডিটেক্টিভ রোয়ান।

প্রয়াত রোয়ানকে সবচেয়ে বেশি মনে করা হতো ‘বিতর্কিত’ ১৯৭১ সিডনি টেস্টের জন্য। ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার টেরি জেনারকে বোলিংয়ে ভয় দেখানোয় ইংলিশ পেসার জন স্নোকে সতর্ক করেছিলেন রোয়ান।

বিতর্কিত ১৯৭১ সিডনি টেস্টে বাউন্ডারি লাইনে বিব্রতকর পরিস্থিতির শিকার হন ইংলিশ পেসার জন স্নো/ছবি: সংগৃহীতপরে বাউন্ডারি লাইনে দর্শকদের মধ্যে একজন স্নোকে আঁকড়ে ধরেন। প্রতিবাদে  ইংলিশ অধিনায়ক রে ইলিংওয়ার্থ তার টিম নিয়ে মাঠ ত্যাগ করেন। শেষ পর্যন্ত ম্যাচটিতে ২৯৯ রানের বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।