ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুবেল-মোস্তাফিজের দুর্দান্ত শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
রুবেল-মোস্তাফিজের দুর্দান্ত শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। টাইগার পেসার রুবেল হোসেন আর কাটার মাস্টার মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ফলোঅনে পড়া ইস্ট জোন দ্বিতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে আছে।

ভারত সফরের স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজ-রুবেলকে। তাদের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই পরিকল্পনায় টাইগার এই দুই পেসারকে খেলানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগে। নিজেদের শুরুর ম্যাচেই জ্বলে উঠেছেন দুই টাইগার পেসার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল অলআউট হওয়ার আগে তোলে ৪০৩ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে রুবেল-মোস্তাফিজ আর সোহাগ গাজীর বোলিং তোপে ইস্ট জোন ১৪৪ রানেই অলআউট হয়। ফলোঅনে পড়া ইস্ট জোন আবারো ব্যাটিংয়ে নেমে বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে তারা ৭৪ রান তুলে হারিয়েছে ৫ উইকেট।
 
শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামে দক্ষিণাঞ্চল। আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের হয়ে উদ্বোধন করতে নামেন শাহরিয়ার নাফীস এবং ফজলে মাহমুদ। নাফীস ২৭ রানে বিদায় নেন, ফজলে মাহমুদের ব্যাট থেকে কোনো রানই আসেনি।

তিন নম্বরে নামা আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৮৯ রান। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১২টি চার আর দুটি ছক্কার মার। ৬২ রান করেন তুষার ইমরান। আর ৪৭ রানে বিদায় নেন মোহাম্মদ মিঠুন।

এছাড়া, মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ৩৯ রান। দিন শেষে দারুণ জুটি গড়েন সোহাগ গাজী আর জিয়াউর রহমান। ৫৫ রানে অপরাজিত থাকেন জিয়া আর ৪২ রানে অপরাজিতে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন সোহাগ গাজী। দ্বিতীয় দিন নিজের নামের পাশে আর ৪ রান যোগ করে ব্যক্তিগত ৪৬ রান করে বিদায় নেন গাজী। জিয়া করেন ৭২ রান। দলপতি আবদুর রাজ্জাকের ব্যাট থেকে আসে ৫ রান।

ইস্ট জোনের পেসার ইবাদত হোসেন তিনটি উইকেট তুলে নেন। দুটি করে খালেদ আহমেদ এবং আবুল হাসান। একটি করে উইকেট পান সাকলাইন সজীব, শাহানুর রহমান এবং তাসামুল হক।

ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায় ইস্ট জোনের ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান করেন আবুল হাসান। এছাড়া, ৪২ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে। জাকির হাসান করেন ১৯ রান। এছাড়া, মেহেদি মারুফ, ইরফান শুকুর, তাসামুল হক, অলোক কাপালি, সাকলাইন সজীব কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সাউথ জোনের হয়ে ১০ ওভারে ২২ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন রুবেল হোসেন। মোস্তাফিজ ৯ ওভারে ৩২ রান খরচায় নেন দুটি উইকেট। কাটার মাস্টার নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন। সোহাগ গাজী ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। বাকি উইকেটটি নেন আবদুর রাজ্জাক।

ফলোঅনে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় কাটাতে পারেনি ইস্ট জোনের ব্যাটসম্যানরা। ইরফান শুকুর ২৭ রানে, মেহেদি মারুফ ০, জাকির হাসান ১২, তাসামুল হক ৪, ইয়াসির আলি ১৬ রানে বিদায় নেন। ১০ রানে অপরাজিত আছেন অলোক কাপালি এবং ০ রানে অপরাজিত শাহানুর রহমান।

সাউথ জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে রাজ্জাক দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন রুবেল ও সোহাগ গাজী। মোস্তাফিজ কোনো উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।