ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাথিউসের অস্ট্রেলিয়া সফর শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ম্যাথিউসের অস্ট্রেলিয়া সফর শেষ অ্যাঞ্জেলো ম্যাথিউস/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারপ্রাপ্ত অধিনায়ক কে হচ্ছেন তা এখনো ঠিক করেনি টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্কোয়াড ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচজয়ী ইনিংস খেলার পর দেশে ফিরে আসেন ইনজুরি আক্রান্ত ম্যাথিউস। শেষ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পান দিনেশ চান্দিমাল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্বভার যায় উপুল থারাঙ্গার কাঁধে। ইতোমধ্যেই টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

এসএলসি তাদের বিবৃতিতে জানায়, ‘নির্বাচক কমিটি মঙ্গলবারের সভায় স্কোয়াড ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যিনি তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। সোমবার ১৩ ফেব্রুয়ারি টিম ক্যানবেরায় পৌঁছাবে। ’

দ. আফ্রিকা সফর শেষে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচ (১৭ ফেব্রুয়ারি) খেলতে মেলবোর্ন যাওয়ার আগে ক্যানবেরায় ১৫ ফেব্রুয়ারি একটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সিরিজের বাকি দু’টি ম্যাচ ১৯ ও ২২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।