ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আজমিরের ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
আজমিরের ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড আজমির আহমেদ

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে এতদিন কেউ যা করতে পারেননি, তাই করে দেখালেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার আজমির আহমেদ। উদায়চল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৬৮ বলে এই ওপেনার খেলেছেন অপরাজিত ২২২ রানের এক চোখ ধাঁধাঁনো ইনিংস।

আজমিরের এমন দুর্দান্ত ব্যাটিংয়েই মৌসুমের দশম জয়ের অপেক্ষায় অগ্রণী ব্যাংক।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেএসপি’র চার নম্বর মাঠে উদায়চলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে অগ্রণী ব্যাংক।

ব্যাটিংয়ে নেমেই উদায়চলের বোলারদের উপর চড়াও হন আজমির। ১৬টি চার ও ১৬ টি ছয়ের মারে দলকে এনে দেন ৩৮৩ রানের পাহাড়সমান সংগ্রহ।

আজমির ছাড়াও দলের হয়ে সাদ্দাম হোসেন ও জাবেদ ৪১ রান করেন।

প্রথম বিভাগ ক্রিকেটের এবারের আসরে অগ্রণী ব্যাংক এই পর্যন্ত ম্যাচ খেলেছে ১২টি। এর মধ্যে ৯টিতেই তারা তুলে নিয়েছে কাঙ্খিত জয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।